ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


শেখ হাসিনা দুর্নীতি করেন না, বিএনপি গিলে খায়: তাপস


২৯ অক্টোবর ২০২২ ০৭:২৯

শেখ হাসিনা কখনো দুর্নীতি করেন না। তবে বিএনপি গিলে খায়। দুর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে তারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথার জবাবে এমন মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

শুক্রবার (২৮ অক্টোবর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে রমনা ও শাহবাগ থানা আওয়ামী লীগের সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এ সময় অভিযোগ করে মেয়র বলেন, এক হাওয়া ভবন দিয়েই সারাদেশের মানুষের টাকা গিলে খেয়েছে বিএনপি।

তিনি আরও বলেন, পদ্মা সেতুর ওপর দিয়ে যেতে লজ্জা লাগে না? এগুলো সব রিজার্ভের টাকা দিয়ে হয়েছে। বিএনপি অন্ধ তাই চোখে দেখে না। এতো উন্নয়ন চোখে পড়ে না। উন্নয়নে বিএনপির গাত্রদাহ হয়। মির্জা ফখরুল হয় অন্ধ না হয় অল্প বিদ্যা ভয়ংকরী।