ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


ঘোড়া যেদিন ডিম পাড়বে, সেদিন তারেক রহমান দেশে আসবেন: শামীম ওসমান


২২ অক্টোবর ২০২২ ১০:০১

ঘোড়া কোনো দিন ডিম পাড়লে সেদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসবেন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংস্য সদস্য শামীম ওসমান।

আজ শুক্রবার নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবে জেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে আয়োজিত এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আগামী রোববার নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।

মির্জা ফখরুলের উদ্দেশে তিনি বলেন, ‘ঘোড়া তো ডিম পাড়ে না। ঘোড়া যেদিন ডিম পাড়বে সেদিন আপনাদের স্বপ্ন পূরণ হবে। সেদিন খালেদা জিয়া, তারেক রহমান আসবে। আর আমরা নারায়ণগঞ্জবাসী প্রস্তুত আছি।’

প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল প্রমুখ।