ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


সমাবেশ করার নামে বিএনপি সারাদেশে চাঁদাবাজি করছে: তথ্যমন্ত্রী


১৭ অক্টোবর ২০২২ ০৫:০৬

সমাবেশ করার নামে বিএনপি সারাদেশে চাঁদাবাজি করছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (১৬ অক্টোবর) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সমাবেশের নামে বিএনপি চাঁদার প্রকল্প হাতে নিয়েছে। চট্টগ্রাম থেকে চাঁদার অর্ধেক তারেক রহমানের কাছেও পাঠানো হয়ে বলে জানান তিনি।

এ সময় তিনি মার্কিন কংগ্রেসে বাংলাদেশে সংঘটিত পাকিস্তানি গণহত্যার বিষয়টি উত্থাপিত হওয়ায় কংগ্রেসম্যানদের ধন্যবাদ জানান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

এর মাধ্যমে জাতিসংঘে বাংলাদেশে গণহত্যা স্বীকৃতির পথ প্রশস্ত হবে বলে তিনি আশা করেন।