ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


‘১০ ডিসেম্বর বিএনপি নেতারা বাসা থেকেই বের হবেন না’


১৬ অক্টোবর ২০২২ ০৮:২২

‘১০ ডিসেম্বর সরকার চলবে বিএনপির কথায়’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, রাজপথে তো দূরের কথা ১০ ডিসেম্বর বিএনপি নেতারা বাসা থেকেই বের হবেন না।

শনিবার (১৫ অক্টোবর) বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপির কোনো কথাই দেশের জনগণ বিশ্বাস করে না। ১০ ডিসেম্বর রাজপথে নামা তো দূরের কথা, তারা বাসা থেকেই বের হবেন না। তারা এমন বক্তব্য দিয়ে বিজয়ের মাসকে কলঙ্কিত করতে চাইছেন। এ মাসকে টার্গেট করে তারা দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র করছেন।

হানিফ বলেন, আন্দোলনে নামে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে বিএনপি। তারা এতদিন ঘাঁপটি মেরে ছিল। এখন আবার মাথাচাড়া দিয়ে উঠছে। কোনো লাভ হবে না।