ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


পরাজিত হলে নতুন সরকারকে স্যালুট করে ক্ষমতা ছাড়বে আ.লীগ: কৃষিমন্ত্রী


১৫ অক্টোবর ২০২২ ০১:০৪

আগামী নির্বাচনে পরাজিত হলে নতুন সরকারকে স্যালুট করে ক্ষমতা ছাড়বে আওয়ামী লীগ; তবুও বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

শুক্রবার সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সার্ভিস অ্যাসোসিয়েশনের দুই দিনব্যাপী সম্মেলনে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, বিএনপির পায়ের নীচে মাটি না থাকলেও তারা ক্রমাগত আন্দোলনের হুমকি দিয়ে যাচ্ছে। এ সময় প্রযুক্তিজ্ঞানে অভিজ্ঞদের কৃষিখাতের উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান তিনি।