বিএনপির ‘টেক ব্যাক’ হলো জঙ্গিবাদ কায়েম করা: ওবায়দুল কাদের

বিএনপির ‘টেক ব্যাক বাংলাদেশ’ জঙ্গিবাদ কায়েম করা। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, বিএনপির টেক ব্যাক মানে সাম্প্রদায়িক রাজনীতি আর সংখ্যালঘুদের ওপর নির্যাতনের উল্লাস। তাদের টেক ব্যাক মানে বাংলা ভাইদের অভয়ারণ্য প্রতিষ্ঠা, জঙ্গিবাদ কায়েম করা, পাকিস্তানি চিন্তাধারাকে ফিরিয়ে আনা।
রাজপথেই নাকি সরকারকে পরাজিত করবে, আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এমন বক্তব্যের জবাবে আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরাজিত হতে শিখেননি। রাজপথ ও নির্বাচনে মোকাবিলা করতে আওয়ামী লীগ সর্বদা প্রস্তুত বলেও জানান এই নেতা।
বিএনপিকে উদ্দেশ্য করে সেতুমন্ত্রী বলেন, বর্তমান বিশ্ব সংকটের জন্য বাংলাদেশের মানুষের কষ্টকে পুঁজি করে সরকার পতনের আন্দোলনের খোয়াব দেখে লাভ নেই।