ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


নির্বাচনে হেরে যাবার ভয়ে বিএনপি মিথ্যাচার করছে : ওবায়দুল কাদের


১০ অক্টোবর ২০২২ ০৪:০১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভোটের রাজনীতিতে হেরে যাবার ভয়ে বিএনপি দেশের উন্নয়ন নিয়ে মিথ্যাচার করছে। রবিবার (৯ অক্টোবর) দুপুরে বাসভবনে এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

এসময় তিনি বলেন, ক্ষমতা থেকে কাউকে সরিয়ে দিতে হবে না। জনগণই নির্বাচনের মাধ্যমে ঠিক করবে ক্ষতায় কে থাকবে। ক্ষমতার পরিবর্তন চাইলে বিএনপিকে নির্বাচন প্রতিরোধ ও প্রতিহতের ঘোষণা না দিয়ে প্রস্তুতি নেয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের।