যারা সরকারকে মানে না, তাদের সঙ্গে সংলাপ করেছি : ফখরুল

যারা বর্তমান সরকারকে মানে না, তাদের সঙ্গে সংলাপ করেছি বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৭ অক্টোবর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, যারা মনে করে এই সরকার দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে, তাদের সঙ্গে আমরা সংলাপ করেছি। সংলাপ হবে বিরোধীদের সঙ্গে, আওয়ামী লীগের সঙ্গে সুযোগ নেই। আওয়ামী লীগকে চলে যেতে হবে।
তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে সরকার আলোচনায় ডাকলে যাওয়ার প্রশ্নই ওঠে না। আমাদের দাবি না মানা পর্যন্ত কোনো আলোচনার সুযোগ নেই, আলোচনা হবে না।
মির্জা ফখরুল বলেন, নির্বাচনে আমাদের ভয় নেই। ভয়টা আওয়ামী লীগের। কারণ, যদি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে তারা (আওয়ামী লীগ) ক্ষমতায় আসতে পারবেন না, এটাই হচ্ছে মূল কথা।