দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় মূল বাধা বিএনপি: তথ্যমন্ত্রী

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার অন্তরাল, মূল বাধা হচ্ছে বিএনপি। এমনটাই মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ‘জনতার সরকার’ ও সিটিজেন ইন্টারঅ্যাকটিভ ওয়েব পোর্টাল উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, গণতান্ত্রিক রীতিনীতি ধ্বংস করেছে বিএনপি।
এ সময় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, জনগণের সাথে সরকারের দূরত্ব আরও কমিয়ে আনার উদ্দেশে পোর্টালটি চালু করা হয়েছে। সরকারের আইসিটি বিভাগ ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের উদ্যোগে এই ওয়েবসাইট তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে ১১টি মন্ত্রণালয় যুক্ত হয়েছে, পর্যায়ক্রমে যুক্ত হবে ৫৬টি বিভাগ।
প্রতিমন্ত্রী জানান, কম্পিউটার কাউন্সিল থেকে প্রতিদিন রিপোর্ট তৈরি করে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। সহজেই যে কেউ নিবন্ধন করে সরকার সম্পর্কে যে কোনো অভিমত, পরামর্শ বা অভিযোগ জানাতে পারবেন।