ঢাকা শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১


নিজেদের ব্যর্থতা আড়াল করতেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সমালোচনা: কদের


১২ সেপ্টেম্বর ২০২২ ০১:১০

বিএনপি নিজেদের ব্যর্থতা আড়াল করতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে সমালোচনা করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আস্থাপূর্ণ হওয়ায় বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে। তাই বিএনপি ইতিমধ্যে নানান অপপ্রচারে লিপ্ত লিপ্ত হয়েছে।

রোববার (১১ সেপ্টেম্বর সচিবালয়ে নিজ দফতরে ব্রিফিংকালে এ মন্তব্য করেন।

ভারত আওয়ামী লীগ সরকারের ওপর খুশি নয়, বিএনপি মহাসচিবের এই বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য কি তিনি শুনেছেন? ভারতের প্রধানমন্ত্রী তার বক্তব্যে স্পষ্ট করে বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের স্থিতিশীল, সমৃদ্ধ ও প্রগতিশীল বাংলাদেশ গড়তে বাংলাদেশের পাশে থাকবে ভারত এবং ৭১ এর চেতনায় বিশ্বাসীদের সাথে থাকবে ভারত।