ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


আ.লীগ ক্ষমতায় থাকার জন্য কোনো বিদেশি শক্তির ওপর নির্ভর করে না: তথ্যমন্ত্রী


৮ সেপ্টেম্বর ২০২২ ০২:০১

আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য কোন বিদেশি শক্তির ওপর নির্ভর করে না, জনগণের শক্তিতে বিশ্বাস করে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার দুপুরে সচিবালয়ে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আওয়ামী লীগ নয়, বিএনপি দূতাবাসে দূতাবাসে ঘুরছে। কিন্তু কোনো দূতাবাস তাদের কোলে করে ক্ষমতায় বসাবে না। বিএনপি বন্দুকের শক্তি, ষড়যন্ত্র ও বিদেশিদের ওপর নির্ভরশীল।

এ জন্য তারা জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আসতে চায় না বলেও জানান তিনি।