ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


ক্ষমতা টিকিয়ে রাখার দেনদরবার করতেই প্রধানমন্ত্রীর ভারত সফর: রিজভী


৭ সেপ্টেম্বর ২০২২ ২২:১৮

জনগণের প্রত্যাশা পূরণে নয় বরং ক্ষমতা টিকিয়ে রাখার দেনদরবার করতেই ভারত সফরে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা; এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে জিয়াউর রহমানের মাজারে জাতীয়তাবাদী মহিলা দলের পুষ্পার্ঘ অর্পণ অনুষ্ঠান শেষে এ মন্তব্য করেন তিনি।

তিনি জানান, সরকারের নতজানু রাষ্ট্রনীতির কারণেই প্রতিবেশী দেশ থেকে কিছু নিতে পারে না বাংলাদেশ। এই সরকার নিজের সার্ভমৌত্বও হুমকির মুখে ফেলেছে।

তিনি আরও বলেন, মিয়ানমার বাংলাদেশ সীমান্তে বোমা ফেলে গেলেও কিছু বলার সাহস রাখছে না সরকার। কঠোর ভাষায় প্রতিবাদও করার সক্ষমতা হারিয়ে ফেলেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।