কারচুপিমুক্ত নির্বাচন চায় না বলেই তারা ইভিএম ভয় পায়: ওবায়দুল কাদের

যারা ইভিএম-কে ভয় পায়, তারা কারচুপিমুক্ত নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার সকালে রাজধানীতে বনানীতে আওয়ামী লীগ নেত্রী আইভী রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এসময় তিনি জানান, আওয়ামী লীগ জাতীয় নির্বাচনের সব আসনে ইভিএম চেয়েছিল। নির্বাচন কমিশন ১৫০ আসনে ইভিএমের সিদ্ধান্ত নেয়ায় তাদের স্বাগত জানান ওবায়দুল কাদের। আমরা কারচুপি মুক্ত নির্বাচনে বিশ্বাস করি।
আইভি রহমান প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আইভি রহমান দেশের জন্য জীবন উৎসর্গ করে গেছেন। এ হামলার প্রধান টার্গেট ছিল শেখ হাসিনা।