ঢাকা মঙ্গলবার, ২৮শে অক্টোবর ২০২৫, ১৪ই কার্তিক ১৪৩২


ভোলার ২ নেতা নিহতের জন্য দায়ী বিএনপি: তথ্যমন্ত্রী


৫ আগস্ট ২০২২ ১০:২০

ভোলায় দলীয় কর্মী নিহতের ঘটনায় বিএনপি নেতাদের দায়ী করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি নেতারা তাদের কর্মীদের সংঘাতের দিকে ঠেলে দিয়েছে। ফলে কর্মীর মৃত্যুর দায় স্বীকার করে তাদের পদত্যাগ করা উচিৎ।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বেতার ভবনে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

ভোলার ঘটনা নিয়ে হাছান মাহমুদ বলেন, সেখানে পুলিশের ওপর গুলি করা হয়েছে। পুলিশ সদস্যকে তাদের দলীয় কার্যালয়ে ধরে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে। অর্থাৎ বর্তমান নেতৃত্ব তাদেরকে সংঘাতের দিকে ঠেলে দিয়েছে। বিএনপি লাশের রাজনীতি করে। আর তাদের লাশের রাজনীতি বলি হয়েছে ভোলার দুই কর্মী।

এর আগে বাংলাদেশ বেতারের সদ্যপ্রয়াত মহাপরিচালক আহম্মদ কামরুজ্জামানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার সচিব মকবুল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতারের ভারপ্রাপ্ত মহাপরিচালক খাদিজা বেগম।