‘সরকার আমরাই গঠন করব’

গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার সমন্বয়ক ড. কামাল হোসেন বলেছেন, ‘সংবিধানে আছে, জনগণ দেশের মালিক। তাই অসহায় বোধ করলে চলবে না। মালিকানা ভোগ করতে হলে মালিকের ভূমিকা রাখতে হবে। আর এজন্যই আমাদের এই আন্দোলন।
যে আন্দোলন শুরু হয়েছে, তাতে সফলতা আসবে। সফল হবেই এবং আমরাই দেশে সরকার গঠন করব, তা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে।
রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি একথা বলেন।
চিকিৎসা শেষে শনিবার দেশে ফেরার পর প্রবীণ এই আইনজীবী প্রথম কোনো কর্মসূচিতে অংশ নিলেন। ভোটের অধিকারের দাবিতে এ মানববন্ধন আয়োজন করে জাতীয় ঐক্য প্রক্রিয়া।তিনি বলেছেন, জনগণ ভালোভাবে বুঝে গেছে দেশে ব্যাপক লুটপাঠ হচ্ছে এবং সেই অর্থ বিদেশে যাচ্ছে । তাই আমরা যেখানে যাচ্ছি, মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। জনগন এই আশ্বাস দিচ্ছে, ১৬ কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে পরিবর্তন আনবে। সেই পরিবর্তনের কারণে আমরা সামনে দেখছি, সুষ্ঠু নির্বাচন।
ড. কামাল আরো বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে আমরা জনগণের ঐক্য প্রতিষ্ঠায় কাজ করছি। আমরা চাই এদেশে জনগণের মালিকানা প্রতিষ্ঠিত হোক।’
আগামী নির্বাচন সামনে রেখে ৭ দফা দাবি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, আমরা ইতোমধ্যে দাবিগুলো জানিয়েছি। রাজবন্দিদের মুক্ত করতে হবে। নির্বাচন পর্যন্ত নতুন করে কাউকে গ্রেপ্তার করা যাবে না।
মানববন্ধনে আরো বক্তব্য দেন, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব আ ব ম মোস্তফা আমিন, ডাকসুর সাবেক ভিপি সুলতান মুহাম্মদ মনসুর, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, ভাসানী ফাউন্ডেশনের সভাপতি সিদ্দিকুর ইসলাম,লেবার পার্টির (একাংশ) সাধারণ সম্পাদক হামদুল্লাহ আল মেহেদী, গণতান্ত্রিক দলের সভাপতি সামছুল আলম চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ন ম ফাহিম উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ,ন্যাশনাল পিপলস পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তফা, গণদল সভাপতি এটিএম গোলাম মাওলা চৌধুরী প্রমুখ।
এসএমএন