ঢাকা শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


অপকর্মের কারণেই নবী চৌধুরীর ওপর হামলা: কাদের মির্জা


২০ এপ্রিল ২০২১ ০১:২৫

সবধরনের লুটপাট ও অপকর্মের কারণে ক্ষুব্ধ হয়ে বিক্ষুব্ধরা নুরনবী চৌধুরীর ওপর হামলা করেছে। দুই দুই বার চেয়ারম্যান থাকা অবস্থায় দলীয় পদবী ব্যবহার করে লুটেপাটে খেলেছেন নুর নবী চৌধুরী।

সোমবার (১৯ এপ্রিল) দুপুরে নোয়াখলীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ফেসবুক লাইভে এসে এসব কথা বলেন।

তিনি বলেন, পৌরসভা থেকে ৬০টি অটোরিকশার লাইসেন্স নিয়ে প্রতিটি ৫ হাজার করে চাঁদা আদায় করেছেন তিনি। এছাড়া ও অনেককে সরকারি ঘর দেবে বলে ৫০ হাজার টাকা করে সালিশ বাণিজ্যের নামে লাখ লাখ টাকা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, ভিডিএফ ও ভিডিডি কার্ড করে দেয়ার নামে অনেক মানুষের কাছ থেকে টাকা হানিয়ে নিয়েছে দুর্নীতিবাজ নুরনবী চৌধুরী। এজন্যই ক্ষুব্ধ হয়ে তার ওপর ভুক্তাভোগীরা হামলা করেছে।

উল্লেখ্য, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিরাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরনবী চৌধুরী গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকায় তিনি সন্ত্রাসীদের গুলিতে আহত হন।