ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


‘সাধ্যের মধ্যে সীমাবদ্ধ আবাসন সমস্যার সমাধান সরকারের’


৭ অক্টোবর ২০১৮ ০৭:২০

সাধ্যের মধ্যে সীমাবদ্ধ আবাসন ব্যবস্থা সবার জন্য নিশ্চিত করার দায়িত্ব ও উদ্যোগ সরকারকেই নিতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

তারা বলেন, বাংলাদেশে সবার জন্য আবাসন নিশ্চিত করতে সামাজিক আবাসন প্রক্রিয়ার কোন বিকল্প নেই। একইসাথে সমাজের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষদের জন্য সামর্থ্যরে সীমার মধ্যে আবাসনের ব্যবস্থা করার জন্য সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।

শনিবার (৬ অক্টোবর) বিশ্ব বসতি দিবস ২০১৮ উপলক্ষ্যে বাংলাদেশ ইনস্টিটিউটঅব প্ল্যানার্স (বিআইপি)
আয়োজিত ‘সবার জন্য আবাসন’ শীর্ষক সেমিনারে পরিকল্পনাবিদ ও সংশ্লিষ্ট পেশাজীবীরা এমন মতামত প্রদান করেন।

এছাড়া সেমিনারে বক্তাদের আলোচনার মাধ্যমে অভিবাসন রোধকল্পে নাগরিক শহর কেন্দ্রিক সুবিধা সম্বলিত গ্রাম ভিত্তিক আবাসন প্রকল্পের ব্যবস্থা বৃদ্ধি করতে হবে, খাস জমিগুলো সুষ্ঠুভাবে কাজে লাগাতে হবে, সামাজিক আবাসন ব্যবস্থা নিশ্চিত করণের ক্ষেত্রে ক্ষুদ্র ঋন তহবিল এর ব্যাপ্তি বাড়াতে হবে ইত্যাদি প্রস্তাবনা উঠে আসে।

বিআইপির উপদেষ্টা পরিষদের সদস্য সচিব পরিকল্পনাবিদ সালমা এ. শফী-র উপস্থাপিত প্রতিবেদনে নগর এলাকার নিম্নবিত্তদের আবাসন সমস্যা দূরীকরণে স্বল্পমূল্যের আবাসন তৈরীর উপর গুরুত্বারোপ করেন। এছাড়া নিম্ন আয়ের বস্তি এলাকার উচ্ছেদ অভিযান বন্ধের জন্য সরকারকে প্রয়োজনীয় আইন প্রণয়নের তাগিদ দেন।

বি.আই.পি.-র সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ ড. আদিল মোহাম্মদ খান তাঁর প্রতিবেদনে বিশ্বব্যাপী সামাজিক আবাসনের উদাহারন তুলে ধরে বাংলাদেশের নিম্ন আয়ের মানুষের আবাসন সদস্যা দূরীকরণে এই সামাজিক আবাসনের সঠিক প্রয়োগ নিশ্চিতকরণের তাগিদ দেন। সামাজিক আবাসন বস্তুত এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সরকারি বেসরকারি, সমবায় ভিত্তিক কিংবা সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগের মাধ্যমে মানুষকে তার সাধ্যের মধ্যে বাড়ির মালিকানা ভিত্তিক কিংবা ভাড়া ভিত্তিক আবাসনের ব্যবস্থা নিশ্চিত করা যায়।

ড. আদিল আরও বলেন, ইউরোপের অধিকাংশ দেশ এমনকি এশিয়ার সিঙ্গাপুর, হংকংসহ অনেক দেশে সামাজিক আবাসন উদ্যোগের মাধ্যমে মানুষকে মানসম্মত আবাসন প্রদান করা সম্ভব হয়েছে।

ব্র্যাক-আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের নগর পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক কর্মষূচী বিশেষজ্ঞ পরিকল্পনাবিদ ওয়াসিম আক্তার তার প্রতিবেদনে আবাসন সমস্যা দূরীকরণের জন্য ব্র্যাক যে সকল উদ্যোগ নিচ্ছে তা তুলে ধরেন। কড়াইল বস্তিতে অগ্নিদূর্যোগ নিরসনের ক্ষেত্রে তিনি ব্র্যাক এর ভূমিকার কথা তুলে ধরেন। এছাড়াও সম্প্রতি খুলনা ও যশোর জেলার নগর এলাকার নিন্ম আয়ের মানুষের জন্য ক্ষুদ্র ঋন প্রকল্পের মাধ্যমে আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণের কথা তিনি তার প্রতিবেদনে উল্লেখ করেন।

সেমিনারের নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক ড. খুরশীদ জাবিন হোসেন তৌফিক বর্তমান আবাসন সমস্যা দূরীকরণের ক্ষেত্রে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশের গৃহায়ন নীতিতে সামাজিক আবাসনের কথা উল্লেখ রয়েছে। সরকার আবাস এর ক্ষেত্রে সহযোগির ভূমিকা পালন করে আসছে। সরকার মূলত নদী ভাঙনে ও দুর্যোগ ক্ষতিগ্রস্থ বয়স্ক ও নারীপ্রধান পরিবারের জন্য আবাসনের বিশেষ সুবিধা প্রদান করে আসছে। বর্তমানে শহর পরিকল্পনায় দুর্যোগ মোকাবিলায় সক্ষম পরিকল্পনা প্রণয়ন করা বলে তিনি অবহিত করেন। শহর এলাকার আবাসন সমস্যা দূরীকরণে দেশের সুষম উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধার বিকেন্দ্রীকরণের কোন বিকল্প নেই বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

বিআইপির সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ ড. আদিল মোহাম্মদ খান এর সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন বি.আই.পি.-র সাবেক সভাপতি এবং বর্তমান উপদেষ্টা পরিষদের আহ্বায়ক পরিকল্পনাবিদ অধ্যাপক ড. গোলাম রহমান।

এমএ