ঢাকা মঙ্গলবার, ১৮ই নভেম্বর ২০২৫, ৫ই অগ্রহায়ণ ১৪৩২


সপরিবারে করোনা আক্রান্ত বিএনপি নেতা সোহেল


৩ এপ্রিল ২০২১ ১৯:৫৭

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল ও তার পুরো পরিবার।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

শায়রুল বলেন, বিএনপি নেতা সোহেলের পুরো পরিবার করোনা আক্রান্ত। তার স্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) চিকিৎসা নিচ্ছেন। এছাড়া পরিবারের বাকি সদস্যরা বাসায় চিকিৎসা নিচ্ছেন।

বিএনপির যুগ্ম মহাসচিব সোহেল নিজের এবং তার পরিবারের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।