ঢাকা বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২


বিএনপির আরও দুই জ্যেষ্ঠ নেতা করোনায় আক্রান্ত


২ এপ্রিল ২০২১ ২৩:১১

বিএনপির আরও দুই জ্যেষ্ঠ নেতার কোভিড আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তারা হলেন— বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান ও চেয়ারপারসনের উপদেষ্টা বরেণ্য গীতিকার গাজী মাজহারুল আনোয়ার।

শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, এই দুজন করোনা আক্রান্ত হয়ে নিজ নিজ বাসায়ই চিকিৎসা নিচ্ছেন। তারা দেশবাসীর কাছে সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন।

অ্যাডভোকেট আহমেদ আযম খান এবং গাজী মাজহারুল আনোয়ার ছাড়াও বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে কেউ সুস্থ হয়েছেন, আবার কেউ কেউ এখনও করোনায় আক্রান্ত অবস্থায় বাসা ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।