নিপুন রায় চৌধুরী আটক

বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং নারী ও শিশু অধিকার ফোরামের সদস্যসচিব অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৮ মার্চ) বিকেলে নিপুন রায়ের শ্বশুর ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বিকেল ৩ টা ৫৫ মিনিটে রাজধানীর রায়েরবাজার এলাকার বাসা থেকে নিপুন রায়কে আটক করা হয়।’
তবে কী কারণে তাকে আটক করা হয়েছে সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি তিনি।