ঢাকা সোমবার, ১৩ই মে ২০২৪, ৩১শে বৈশাখ ১৪৩১


করোনায় আক্রান্ত রিজভী


১৮ মার্চ ২০২১ ০৬:৪৫

ফাইল ছবি

বিএনপির কেন্দ্রীয় দুই নেতার পর এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার তার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে।

বিষয়টি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।

জানা গেছে, বুধবার শান্তিনগরের পপুলার ডায়াগনস্টিকে পরীক্ষার পর করোনা পজিটিভ রিপোর্ট আসে। বর্তমানে রিজভী বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের তত্ত্বাবধানে বাসায় চিকিৎসাধীন আছেন। তার শরীরে জ্বর আছে। মুখে রুচি নেই। এছাড়া অন্য কোনো লক্ষণ নেই। সুস্থতার জন্য দলের নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রিজভী।

রিজভী ছাড়াও দলের আরও দুই কেন্দ্রীয় নেতা করোনা আক্রান্ত। তারা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আমিন চৌধুরী।

এদিকে করোনা ভাইরাসের রিপোর্ট পজিটিভ আসার দিন আজ বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এক দোয়া মাহফিলে অংশ নিয়ে বক্তব্য দেন রিজভী। দলের প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের স্মৃতিচারণে ওই মাহফিলের আয়োজন করা হয়।