ঢাকা রবিবার, ১১ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২


কাদের মির্জাকে গ্রেপ্তারের দাবি কোম্পানীগঞ্জ আ.লীগের


১৩ মার্চ ২০২১ ২১:৪৬

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।

শনিবার (১৩ মার্চ) দুপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯ মার্চের প্রতিবাদ সভায় মেয়র আব্দুল কাদের মির্জার নেতৃত্বে হামলা চালানো হয়েছে। ওই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। একই সঙ্গে সিএনজি চালক ও যুবলীগকর্মী আলাউদ্দিন হত্যার সঙ্গে কাদের মির্জাকে জড়িত দাবি করে অবিলম্বে তাকে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

এছাড়া, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের নিঃশর্ত মুক্তির দাবিও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

প্রেস বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরনবী চৌধুরী।