ঢাকা রবিবার, ১১ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২


টিকা নিলেন রুহুল আমিন হাওলাদার


১২ মার্চ ২০২১ ০১:২৬

সাবেক মন্ত্রী ও জাপার প্রেসিডিয়াম সদস্য এবিএম রুহুল আমিন হাওলাদার করোনার টিকা নিয়েছেন। বৃহস্পতিবার ( ১০ মার্চ) বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি টিকা গ্রহণ করেন।

এ সময় নাসরিন জাহান রত্না এমপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, জেলা জাপার সভাপতি প্রফেসর মহসিন উল হাবলু, উপজেলা জাপার সভাপতি জাহাঙ্গীর হোসেন মানিকসহ স্থানীয় জাপার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় রুহুল আমিন হাওলাদার বলেন, করোনা ভ্যাকসিন নিয়ে ভুল বোঝাবুঝির কোনও অবকাশ নেই। মানবতার জন্য এই ভ্যাকসিন নিয়ে রাজনীতির কোনও সুযোগ নেই।

তিনি বলেন, বাংলাদেশ উন্নয়নের ক্ষেত্রে যেভাবে এগিয়ে যাচ্ছে, এই ভ্যাকসিন প্রয়োগেও অনেক দেশের তুলনায় আমরা এগিয়ে আছি।