ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


বঙ্গবন্ধুর সমাধিতে যুবলীগের পূর্ণাঙ্গ কমিটির শ্রদ্ধা


১৭ নভেম্বর ২০২০ ০৫:৪০

সংগৃহিত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ২০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি।

সোমবার বিকালে যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে এ শ্রদ্ধা জানানো হয়।

এরআগে বিকালে ২০১ সদস্য বিশিষ্ট কমিটির নেতারা টুঙ্গিপাড়ায় পৌঁছান। পরে তারা জাতির পিতার সমাধি বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর সেখানে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে শহীদদের রুহের মাগফেরাত চেয়ে সুরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ সাংবাদিকদের বলেন, ‘আমাদের একটা প্রেক্ষাপট আছে। সামনে জননেত্রী শেখ হাসিনা দেশকে একটি মধ্যম আয়ের দেশে প্রতিষ্ঠিত করবেন। সে লক্ষ্যে মেধাভিত্তিক রাজনীতি ও মুক্তিযোদ্ধাদের সপক্ষে মেধাভিত্তিক রাজনীতির প্রচলন ঘটাব।’

এ সময় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর আলম শাহীন, শেখ সোহেল উদ্দিন, এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম ও ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সাংসদ মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন), যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা, সুব্রত পাল, মো. মসিউল আলম ও ব্যারিস্টার শেখ ফজলে নাঈমসহ কেন্দ্রীয় নেতারা সেখানে উপস্থিত ছিলেন।