ভোলায় যুবলীগের ৪৮তমঃ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। বুধবার (১১ নভেম্বর) বিকল ৩ টায় সামাজিক দুরত্ব মেনে ভোলার শান্ত নিড়ে ভোলার কৃতি সন্তান তরুন আ'লীগ নেতা বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর আশিকুর রহমান শান্ত'র সার্বিক সহযোগীতায় ও ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুবলীগ নেতা মোস্তাক আহমেদ শাহিনের নেতৃত্বে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
এ সময় যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনিকে স্মরণে এক মিনিট দাড়িয়ে শ্রদ্ধা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানায় আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তৃতা করেন এডভোকেট গিয়াস উদ্দিন, আশ্রাফ হোসেন পাটোয়ারী, মোস্তাক আহমেদ শাহিন প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা মাইনুর রহমান তুহিন মোল্লা, রাজিব হোসেন তরুন, ফয়সাল হোসেন বাবু,হাবিবুর রহমান হাবিব, আরিফুর রহমান রুমন, মনিরুল ইসলাম, মোঃ আমজাদ হোসেন তালুকদার সহ যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ।