হঠাৎ বিদেশ যাওয়ার আসল কারণ

আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ২০ দলের সমন্বয়ে গঠন করা হয়েছে জাতীয় ঐক্য। এই ঐক্য প্রক্রিয়ার উদ্যোগ গ্রহণ করেন ড. কামাল হোসেন। জাতীয় ঐক্য প্রক্রিয়া বাস্তবে রূপ নিতে না নিতেই বিদেশ পাড়ি জমালেন ড. কামাল।
গত বুধবার (২৬ সেপ্টেম্বর) রাতে ড. কামাল হোসেন ব্যাংকক হয়ে সিঙ্গাপুরে চলে যান। তার পরিবার বলছে, ড. কামাল ৬ অক্টোবরের আগে দেশে ফিরবেন না।
জাতীয় ঐক্য প্রক্রিয়া বাস্তবায়নের আনুষ্ঠানিকতাস্বরূপ ১ অক্টোবর থেকে আন্দোলন শুরু করার কথা ছিল। গত ২২ সেপ্টেম্বর ড. কামাল হোসেনের নেতৃত্বে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে সমাবেশ করা হয়েছিল। সেই সমাবেশে ড. কামাল হোসেন বলেন, ৩০ তারিখের মধ্যে নির্বাচনকালীন সরকার এবং সংসদ ভেঙে দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিতে হবে। সরকার এটাতে কোনো সারা দিলেন না। ড. কামাল হোসেন এই আল্টিমেটামের পর আন্দোলন শুরু করার কথা ছিল। কিন্তু তিনি আন্দোলন না করে হঠাৎ বিদেশে চলে গেলেন।
গতকাল যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতাদের মধ্যে এক আলাপ-আলোচনা হয়। সেখানে তারা ড. কামাল হোসেনের বিদেশ যাওয়া নিয়ে হতাশা প্রকাশ করেন। এসময় জাসদের আ. স. ম. আব্দুর রব বলেন, ড. কামাল হোসেন শপথ করেছিলেন, এই আন্দোলন শেষ করার আগে কোন ভাবেই বিদেশ যাবেন না। কিন্তু তিনি এই গুরুত্বপূর্ণ সময়ের মাঝপথে বিদেশ চলে গেলেন।
এ বিষয়ে মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘ড. কামাল হোসেন নিশ্চয়ই সিগনাল পান নাই। উনি সিগনাল ছাড়া কোনো কাজ করেন না। এই সিগনাল না পাওয়ার কারণে তিনি হয়তো হতাশ হয়ে চলে গেছেন। কিন্তু আমাদেরকে আন্দোলন করতে হবে।’
ড. কামাল হোসেনের বিদেশ যাওয়া নিয়ে একটা বার্তা পরিষ্কার হয়ে গেছে যে, যারা ড. কামাল হোসেনকে ঐক্য প্রক্রিয়া ও সরকার বিরোধী আন্দোলনে প্ররোচিত করেছিল উদ্যোগী হয়ে এবং সমর্থন দিয়েছিল, সেই সমর্থন এখন নাই। বিশেষ করে জামায়াত ইস্যু, ধর্মভিত্তিক রাজনৈতিক দলের উপস্থিতি এবং জোটের মুল শক্তি বিএনপি থেকে তারেক জিয়াকে মাইনাস করার বিষয়ে ঐক্যবদ্ধ কোনো সিদ্ধান্ত হয় নাই, তাই মার্কিন যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায় যারা ঐক্য প্রক্রিয়ার বিষয়ে প্রথমে আগ্রহী থাকলেও, বর্তমানে তাদের আগ্রহ হারিয়ে ফেলেছে। ফলশ্রুতিতে ড. কামাল হোসেন আবার গা ঢাকা দিলেন।
প্রসঙ্গত, ড. কামাল হোসেন সবসময় দেশে যখন কোনো আন্দোলন শুরু হয়, আন্দোলনের মাঝপথে দেশের বাহিরে চলে যান। এটা তার একটা অভ্যাসে পরিণত হয়েছে। রাজনৈতিক গুরুত্বপূর্ণ সময়ে গা ঢাকা দেন বলে তার একটা দুর্নাম রয়েছে। সেটা ড. কামাল হোসেন আরও একবার প্রমাণ করলেন।
এমএ