ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২


সস্ত্রীক থাইল্যান্ড গেলেন ড. কামাল


২৭ সেপ্টেম্বর ২০১৮ ২৩:২৫

ছবি ফাইল ফটো

জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেন থাইল্যান্ড গেছেন। তার সঙ্গে রয়েছেন তার স্ত্রী হামিদা হোসেন। বুধবার দিবাগত রাত ২টায় থাই এয়ারওয়েজের একটি বিমানে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করে গণফোরামের সাংগঠনিক সম্পাদক ও ঐক্য প্রক্রিয়ার নেতা মোস্তাক আহমেদ জানান, হাঁটুর চিকিৎসার জন্য ড. কামাল থাইল্যান্ড গেছেন। আগামী ৬ বা ৭ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।

যাওয়ার আগে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে ড. কামাল হোসেন বলেন, হঠাৎ করেই আমার শরীর খারাপ হয়ে পড়েছে। শুধুমাত্র শারীরিক অবস্থার কারণেই আমি সিঙ্গাপুর যাচ্ছি। আগামী ৫ বা ৬ অক্টোবর আমি দেশে ফিরে আসব।’

ড. কামাল হোসেনের হঠাৎ বিদেশ যাত্রা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে যুক্তফ্রন্টে। দলটির একজন নেতা বলেন, কামাল হোসেনই এরকমই। দেশের সংকটকালে তিনি থাকেন ধরাছোঁয়ার বাইরে। আগামী ২৯ সেপ্টেম্বর বিএনপি সমাবেশ ডেকেছে। দেশের ঐক্য প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে। ঐক্য আর আন্দোলন নিয়ে চরম উৎকণ্ঠা। দেশজুড়ে গোলোযোগের আশঙ্কাও দেখা দিয়েছে। ঠিক তখনই বিদেশে ছুটছেন ড. কামাল। ড. কামাল সবসময়ই জাতীয় সংকটকালে থাকেন বিদেশে। এবারও ব্যতিক্রম ঘটছে না।

আরকেএইচ