জাতীয় ঐক্যে যাচ্ছে না বিএনপি

জাতীয় ঐক্যে যেতে হলে বিএনপিকে বেশ কয়েকটি শর্ত দেয়া হয়েছে। এসব শর্ত মানলে বিএনপিকে জাতীয় ঐক্যে নেওয়া হবে। কিন্তু দলটির পক্ষে এসব শর্ত মানা সম্ভব নয়। ফলে সদ্য গঠিত জাতীয় ঐক্যে যোগ দেয়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে দলটি।
দলটির একাধিক র্শীষ নেতার মতে, ২০ দলীয় জোট ভাঙ্গতেই জাতীয় ঐক্য গঠন করা হয়েছে। কারন, জাতীয় ঐক্যে যোগ দিতে হলে ২০ দলের শরিক ইসলামী দলগুলোর সঙ্গ ত্যাগ করতে হবে। জামায়াতের বিষয়টি আলাদা। এই ইসলামী দলগুলো বিএনপির দুঃসময়ে সঙ্গ দিয়েছে। তাই তাদের ত্যাগ করা সম্ভব নয়। তাছাড়া সারা দেশেই এই ইসলাম পন্থী দলগুলোর বড় একটা ভোট ব্যাংক আছে। হয়তো বিএনপিকে এক ঘরে করতেই এমন শর্ত দেয়া হয়েছে।
বিএনপির একজন শীর্ষ নেতা নাম না প্রকাশ করার শর্তে বলেন, জোট করতে এত শর্ত কেন? বি চৌধুরী ও ড.কামাল হোসেন হয়ত কোন এজেন্ড নিয়ে মাঠে নেমেছেন। তাদের দেয়া শর্তগুলো ওই এজেন্ডা বাস্তবায়নের অন্যতম। জামায়াতের গায়ে কলঙ্কের দাগ আছে। কিন্তু অন্য ইসলামী দলগুলোর তো বিষয়টি তেমন না। তাহলে কেন তাদের সঙ্গ ত্যাগ করতে হবে। তাদের শর্তগুলোতে বড় ধরনের ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে।
আগামী ২৯ সেপ্টেম্বর বিএনপির সমাবেশ হোক আর নাই হোক ঐ দিনের মধ্যেই বিএনপিকে যুক্তফ্রন্ট এবং জাতীয় ঐক্যের ৪ শর্ত পূরণ করতে হবে। না হলে বিএনপিকে বাদ দিয়েই এগুবে জাতীয় ঐক্য প্রক্রিয়া।
এই চার শর্তের প্রধানটি হলো জামায়াতের সঙ্গ ছাড়ার আনুষ্ঠানিক ঘোষনা দেয়া। দুই নম্বর শর্ত হচ্ছে ইসলামপন্থী দলগুলোর সঙ্গ পরিত্যাগ করতে হবে। তৃতীয় শর্ত হলো, ২০০২ সালে তৎকালীন রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে আচরণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আনুষ্ঠানিক দু:খ প্রকাশ করতে হবে। শেষ শর্ত হচ্ছে, বিএনপির নেতৃত্ব। জাতীয় ঐক্যে বিএনপির পক্ষ থেকে কে নেতৃত্ব দেবে তা ঠিক করতে হবে। বেগম জিয়া জেলে, তারেক জিয়া লন্ডনে। এই অবস্থায় জাতীয় ঐক্যে বিএনপির পক্ষ থেকে কে নেতৃত্ব দেবে তা নির্ধারিত থাকতে হবে। এই চার শর্ত পূরণ না করলে, জাতীয় ঐক্যে আনুষ্ঠানিকভাবে বিএনপির যোগদান সম্ভব না। এই শর্তে বিএনপি শেষ পর্যন্ত জাতীয় ঐক্যে যাবে কি না সেটাও দেখার বিষয়।
যুক্তফ্রন্টের অন্যতম নেতা মাহী বি. চৌধুরী স্পষ্ট করেই বলেছেন, ’২০ দলের নামে জামায়াতের সঙ্গে ঘর করে আবার জাতীয় ঐক্যের সঙ্গে আলাদা জোট হবে না।’ মাহী মনে করেন, জাতীয় ঐক্যে আসতে হলে বিএনপিকে জামাতের সঙ্গে সম্পর্ক ত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে হবে।
যুক্তফ্রন্টের অন্যতম নেতা আ.স.ম. আবদুর রব বলেছেন, ‘আমরা সাম্প্রদায়িকতা মুক্ত একটি জোট চাই। এজন্য মৌলবাদীদের আমরা এই ঐক্যে নেব না।’
আরকেএইচ