ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২


বিড়ালের পা ধরতে হচ্ছে বিএনপিকে


২৭ সেপ্টেম্বর ২০১৮ ২২:১৪

ছবি ফাইল ফটো

যুক্তফ্রন্টের সঙ্গে ঐক্য করতে হলে বিএনপিকে তিন শর্ত মানতে হবে। তা না হলে এই ঐক্যে ঠাই হবে না দলটির। যুক্তফ্রন্টের পক্ষ থেকে বিএনপিকে সাফ জানিয়ে দেয়া হয়েছে।

এই তিন শর্তের প্রথমেই রয়েছে জামায়াতের সঙ্গ ত্যাগ করা। বিএনপিকে জামাত ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিতে হবে। দুই নম্বর শর্ত হচ্ছে ইসলামপন্থী দলগুলোর সঙ্গ পরিত্যাগ করতে হবে। শেষ শর্ত হলো, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বি. চৌধুরীর কাছে ক্ষমা চাইতে হবে। এই তিন শর্ত মেনে বাস্তবায়ন করলেই যুক্তফ্রন্টের সঙ্গে ঐক্য করতে পারবে বিএনপি।

এ বিষয়ে বিএনপির এক র্শীষ নেতা নাম না প্রকাশ করার শর্তে বলেন, বিএনপির এখন চরম দুঃ সময় যাচ্ছে। তাই বিএনপিকে বিড়ালেরও পা ধরতে হচ্ছে। বিএনপি এখন যাদের সাথে ঐক্য গড়তে যায়, তারাই নানা শর্ত দিচ্ছে।

গতকাল যুক্তফ্রন্ট চেয়ারম্যান অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর বারিধারার বাসায় যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতারা বৈঠকে বসেন। ওই বৈঠকে বিএনপির বিএনপির হেভিওয়েট কোন নেতা অংশ না নিলেও দলটির পক্ষ থেকে ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন। ড. কামাল হোসেন ওই বৈঠকে উপস্থিত না থাকায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই বৈঠকে অংশগ্রহণ করেননি। বিষয়টিকে ভালভাবে নেয়নি যুক্তফ্রন্টের নেতারা।

বৈঠকের শেষ পর্যায়ে মাহি বি. চৌধুরী ইকবাল হাসান মাহমুদ টুকুকে জিজ্ঞেস করেন, আপনারা এই বৈঠকে কেন? এই বৈঠকে তো বিএনপির সিনিয়র নেতাদের আসার কথা। টুকু মাহী বি. চৌধুরীকে বলেন, তাঁরা ব্যস্ত থাকায় আসতে পারেননি। তখন মাহী তাঁকে বলেন, যুক্তফ্রন্টের দিক থেকে স্পষ্ট অবস্থান হচ্ছে, বিএনপি যদি যুক্তফ্রন্টের সঙ্গে ঐক্য করতে চায় তাহলে যুক্তফ্রন্টের তিনটি শর্ত মানতে হবে।

উল্লেখ্য, গত শুক্রবার এক বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহমেদ ও ড. খন্দকার মোশাররফ হোসেন বি. চৌধুরীর কাছে অতীতে তাঁর সঙ্গে করা বিএনপির কৃতকর্মের জন্য ক্ষমা চান। এ প্রসঙ্গে মাহী বলেন, মির্জা ফখরুল কিংবা মওদুদ আহমেদরা বিএনপি চালান না। বিএনপি চালান খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক জিয়া। তাই ক্ষমা চাইলে তাদের দুজনের কাউকেই চাইতে হবে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বাবা বি. চৌধুরীর সঙ্গে বিএনপির আচরণকে মাহী বি. চৌধুরী খুব ব্যক্তিগতভাবে নিয়েছেন। তাই বিএনপি চেয়ারপারসন ও তাঁর ছেলের দিক থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া না হলে বিএনপির সঙ্গে ঐক্যে আপত্তি জানিয়েছেন তিনি।

আরকেএইচ