ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


জাতীয় ঐক্য প্রত্যাখ্যান করলেন যারা


২৬ সেপ্টেম্বর ২০১৮ ০৯:১০

ফাইল ছবি

সম্প্রতি ২০ দলের সমন্বয়ে গঠন করা হয়েছে জাতীয় ঐক্য প্রক্রিয়া, যার নেতৃত্বে রয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। জাতীয় এ ঐক্যে সুশীল সমাজের অংশগ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। কেবল রাজনীতিবিদরাই নন, সুশীল সমাজের প্রতিনিধিরাও যাতে অংশগ্রহণ করে সেই চেষ্টাই করা হয়েছে এই উদ্যোগে।

জানা গেছে, শিগগিরই সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকেও বসতে পারেন জাতীয় ঐক্য প্রক্রিয়ার প্রতিনিধিরা। অবশ্য, সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে ঐক্য গড়তে গিয়ে শুরুতেই হোঁচট খেতে হয়েছে। জাতীয় ঐক্য প্রক্রিয়ায় সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণের উদ্যোগের ফলাফল হতাশাজনক।

এক সূত্রে জানা গেছে, ঐক্য প্রক্রিয়ার অন্যতম নেতা ও বিএনপিপন্থী বুদ্ধিজীবী বলে পরিচিত গণস্বাস্থ্যকেন্দ্রের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী সুশীল সমাজের সঙ্গে যোগাযোগের দায়িত্ব নেন। দেশের সুশীল সমাজের প্রতিনিধি বলে পরিচিত কয়েকজন বড় মাপের ব্যক্তিত্বের সঙ্গে যোগাযোগ করেন তিনি। তবে প্রায় সবারই সায় নেই জাতীয় ঐক্যে।

ব্র্যাকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদের সঙ্গে জাতীয় ঐক্যের পক্ষ থেকে যোগাযোগ করা হয়। তবে ঐক্য নিয়ে আগ্রহ নেই বলে জানিয়েছেন স্যার ফজলে হাসান আবেদ। তিনি বলেছেন, কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় তিনি যুক্ত হতে চান না। এছাড়া নিজের ব্যস্ততার কারণে এজন্য সময় বের করাও দুরূহ।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকারকর্মী সুলতানা কামাল বর্তমান সরকারের ঘোর সমালোচক বলেই পরিচিত। এরপরও জাতীয় ঐক্য প্রক্রিয়া থেকে যোগাযোগ করা হলে তিনি এতে যোগ দেওয়ায় অপারাগতা প্রকাশ করেন। সুলতানা কামাল বলেন, এমন কোনো রাজনৈতিক বিষয়ে তিনি যোগ দিতে ইচ্ছুক নন। ডা. জাফরুল্লাহ চৌধুরীকে সুলতানা কামাল জানিয়ে দেন, সিভিল সোসাইটির কাজ হলো জাতির বিবেক হিসেবে কাজ করা। সরকারের ভুল ত্রুটিগুলো দেখা। কোনো রাজনৈতিক পক্ষ অবলম্বন সিভিল সোসাইটি ও মানবাধিকার কর্মীদের কাজ নয়।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান, তার হাত ধরেই বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল। তাঁর সঙ্গেও যোগাযোগ করে জাতীয় ঐক্য প্রক্রিয়া। অধ্যাপক সোবহানও জাতীয় ঐক্যে নিজের অনীহার কথা জানিয়েছেন। বলেছেন, এটি আমাদের কাজ নয়। সিভিল সোসাইটির হলো সমাজের মূল চালিকাশক্তি। সুশীল সমাজের অন্য অনেক দায়িত্ব আছে। অধ্যাপক রেহমান সোবহানের স্ত্রী অধ্যাপক রওনক জাহানও জাতীয় ঐক্যের উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হতে অস্বীকৃতি জানিয়েছেন।

এমএ