ফেলানী হত্যার নয় বছর: ভারতের সাথে সব চুক্তি বাতিলের দাবি

বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ফেলানী নিহত হওয়ার ৯ বছরকে কেন্দ্র করে ‘ফেলানী হত্যার নয় বছর: ভারতীয় আগ্রাসনে রুখে দাঁড়ান’ শীর্ষক সমাবেশ করেছে আগ্রাসন বিরোধী ছাত্রমঞ্চ। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তারা ফেলানী হত্যার বিচারের পাশাপাশি ভারতের সাথে সম্পাদিত সব দেশ বিরোধী চুক্তি বাতিলের দাবি তুলে ধরেন। সমাবেশে বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি ইকবাল কবীর বলেন, ফেলানী হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই হত্যা বাংলাদেশের ওপর ভারতীয় আগ্রাসনের এক নির্মম প্রতীক। বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকতে ভারতের সাথে একের পর দেশবিরোধী চুক্তি করে চলেছে। এই চুক্তির বিরুদ্ধে কথা বলায় বুয়েটের আবরারকে হত্যা করা হয়েছে তা আমরা ভুলে যাই নি।
বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ইকবাল কবির বলেন, আওয়ামী সরকার দেশকে এক অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। নিজেদের সৃষ্ট সন্ত্রাসীরা এখন লাগামছাড়া হয়ে গেছে। দেশ যত অস্থিতিশীল হবে, যত জনগণ বিভক্ত থাকবে ততই তাদের ক্ষমতায় টিকে থাকা সহজ হবে। তাই তারা উদ্দেশ্যেমূলকভাবে দেশে সন্ত্রাসের আবাদ করছে।
সমাবেশে ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক ফয়সালের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের সভাপতি আতিফ অনিক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন প্রিন্স, ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান নোবেল প্রমুখ।
নতুনসময়/আইকে