‘যারা কেন্দ্র দখলের স্বপ্ন দেখছেন, এবার ভঙ্গ হবে’-সিইসির হুঁশিয়ারি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে ওই কেন্দ্রের সব ভোট বাতিল করা হবে। তিনি বলেন, “যারা কেন্দ্র দখলের স্বপ্ন দেখছেন, এবার তাদের সেই স্বপ্ন ভঙ্গ হবে। দাঁতভাঙা জবাব দিতে আমরা প্রস্তুত।”
শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টায় রাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে মতবিনিময় সভার আগে তিনি এসব কথা বলেন।
সিইসি জানান, প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি জোরদার করা হয়েছে। রমজানের আগে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
তিনি বলেন, “নির্বাচন হবে কি হবে না-এ নিয়ে কোনো রাজনৈতিক দলের বক্তব্যের ভেতর আমরা যেতে চাই না। আমরা আমাদের সাংবিধানিক দায়িত্ব পালন করছি।”
নির্বাচন পদ্ধতি প্রসঙ্গে তিনি জানান, আনুপাতিক বা পিআর পদ্ধতি সংবিধানে নেই। তাই কমিশন সংবিধানের বাইরে যেতে পারবে না। আইন পরিবর্তন হলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সিইসি বলেন, সেনাবাহিনীকে ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে নয়, বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অংশ হিসেবেই কাজে লাগানো হবে। জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের পদায়নে কোনো পরিবর্তনের চিন্তাও কমিশনের নেই।
নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের বিষয়ে তিনি বলেন, “নির্বাচন কমিশনের অধীনে প্রায় ৫ হাজার ৭০০ কর্মকর্তা রয়েছেন। তারা আগেও দায়িত্ব পালন করেছেন। তবে যারা অতীতে অনিয়ম করেছেন, তাদের রাখা হবে না।”
সিইসি নাসির উদ্দিন বলেন, “সরকার এখন পর্যন্ত আমাকে কোনো চাপ দেয়নি। যদি চাপ দেয়, আমি পদত্যাগ করব; চেয়ারে বসে থাকব না।”
তিনি আরও বলেন, বর্তমানে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া চলছে। বিচার শেষ না হওয়া পর্যন্ত তারা রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবে না। নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি বিচার ফলাফলের ওপর নির্ভর করবে।
পরে সিইসি রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত নানা দিকনির্দেশনা প্রদান করেন।
মতবিনিময় সভার সভাপতিত্ব করেন রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন।