বিএনপি প্রার্থীদের গ্রেফতার না করতে পুলিশকে নির্দেশ দেয়া হবে: সিইসি

ব্যালট বাক্স এবং ভোটের ব্যালট লুট বা ছিনতাই বাংলাদেশের নির্বাচনে একেবারে বিচ্ছিন্ন ঘটনা নয়। এধরনের ঘটনা ঠেকাতেই এবারের ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা। সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় তিনি এ তথ্য জানান।
এসময় নুরুল হুদা সিটি নির্বাচন ঘিরে প্রার্থীদের নানা আশঙ্কার ব্যাপারেও কথা বলেন। বিএনপি প্রার্থীদের অহেতুক হয়রানি ও গ্রেফতার করা প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনের সময় যাতে বিএনপি প্রার্থীদের অহেতুক হয়রানি ও গ্রেফতার যাতে না করা হয় সেজন্য পুলিশকে নির্দিষ্ট নির্দেশনা শীঘ্রই দেয়া হবে। এ নিয়ে চিন্তার কিছু নেই।
সিইসি বলেন, ইভিএমে ভোটের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সুতরাং ইভিএম থেকে সরে আসার সুযোগ নেই। ইভিএমে আগে প্রোগ্রামিং করার সুযোগ নেই। ভোটের আগে ভোটের টাইম মেশিনে সেট করে দেওয়া হয়। সকাল ৮টার আগে কেউ মেশিন খুলতে পারবে না। আবার ৫টার পরে ভোট দেওয়া যাবে না। ইভিএম অনলাইন সিস্টেম না, অফলাইন সিস্টেম। ফলে কোনো সমস্যা হবে না।
বিএনপির সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা তাদের বুঝিয়ে বলেছি, যার ভোট সে দিতে পারবে। ভোটে কোনো অনিয়ম হওয়ার সুযোগ নেই। ব্যালট বাক্স নিয়ে যাওয়া, পুড়িয়ে দেওয়াসহ নানা কারণে নির্বাচনে অনিয়মের যে অভিযোগ ছিল সেজন্য আমরা ইভিএম ব্যবহার করতে পারি। ইভিএমে ভোটার ডাটাবেজ, বায়োমেট্রিক সম্পন্ন হয়েছে। ফলে আমরা ভোটে অনেক প্রটেকশন নিশ্চিত করতে পারি।
বিএনপির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ইভিএমে নীরবে কারচুপি হওয়ার সুযোগ নেই। সংসদ নির্বাচন, সিটি নির্বাচনসহ বিভিন্ন নির্বাচন করেছি। সেখানে ভোটারদের মধ্যে দ্বিধা দ্বন্দ ছিল না, প্রার্থীদেরও তেমন অভিযোগ ছিল না।
নতুনসময়/আইকে