ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


উন্নয়নের নামে এখন লুটপাট চলছে: অ্যাডভোকেট আনসার খান


২২ ডিসেম্বর ২০১৯ ২২:৩১

সিলেট এয়ারপোর্ট থানা গণফোরামের এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য দান কালে গণফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা কমিটির আহবায়ক অ্যাডভোকেট আনসার খান বলেছেন দেশে আজ গণতন্ত্র নির্বাসিত, ভোট ডাকাতির চিত্র নজিরবিহীন, দিনের ভোট আগের রাতেই শেষ হয়ে যায়।তিনি আরো বলেন,আমাদের পূর্বসুরীরা আমাদের জন্য একটা স্বাধীন দেশ রেখে গেছেন।এখন এ দেশটাকে গড়ে তোলার, অর্থনৈতিক ভাবে উন্নত ও সাবলম্বী করে গড়ে তোলার দায়িত্ব আমাদের। তিনি বলেন উন্নয়নের নামে এখন লুটপাট চলছে। মোঃ মিছবাহ উদ্দিনের সভাপতিত্বে ও সেবুল আহমেদের উপস্হাপনায় এয়ারপোর্টের সাহেব বাজার এলাকায় আজ শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ সভায় আরো বক্তব্য রাখেন মহানগরের আহবায়ক বিশিষ্ট লেখক গীতিকার অ্যাডভোকেট এমদাদুল হক,জেলা কমিটির সদস্য সচিব ইন্জিনিয়ার শিবু প্রসাদ দাশ,মহানগরের সদস্য সচিব আশরাফ হোসেন, মহানগরের যুগ্ম আহবায়ক আনিছুর রহমান,মহানগরের যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম আজাদ,আনছার উদ্দিন ও কুতুব উদ্দিন প্রমূখ নেতৃবৃন্দ।