আওয়ামী লীগের সম্মেলনে প্রবেশের সময় পিস্তলসহ যুবক আটক

অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান। সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত এই সম্মেলন উপলক্ষে চারদিকে ছিল কঠিন নিরাপত্তার চাদর। এই চাদরেই ধরা পড়েছেন পিস্তলসহ এক যুবক। সম্মেলনের প্রবেশপথে শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে তাকে আটক করা হয়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, আটক ওই ব্যক্তি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ সমাবেশস্থলে প্রবেশের চেষ্টা করছিলেন। প্রবেশপথে তল্লাশিকালে তার সঙ্গে থাকা অস্ত্রটি শনাক্ত করায় তাকে আটক করা হয়েছে। ডিএমপির রমনা বিভাগের সহকারী কমিশনার শেখ মো. শামীম জানান, একজনকে অস্ত্রসহ আটক করা হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।
নতুনসময়/আইকে