সম্মেলনে কর্মীদের কাছে কাদেরের ‘শেষ অনুরোধ’

২১তম জাতীয় সম্মেলন থেকে নেতাকর্মীদের নবযাত্রার শপথ নেয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ভাই-বোনেরা সময় হাতে নেই। শেষবার আপনাদের বলে যাই আসুন, আমরা ২১তম সম্মেলনে নবতর পথযাত্রার শপথ নেই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্বাচনী প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করতে হবে।’ শুক্রবার (২০ ডিসেম্বর) তিনি এ কথা বলেন।
এছাড়া, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পায়ে হেঁটে সারাদেশ ঘুরে আওয়ামী লীগ গড়েছেন উল্লেখ করে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, এই সংগঠনের আদর্শ মেনে ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকুন। শুক্রবার (২০ ডিসেম্বর) আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে সভাপতির ভাষণে তিনি এ কথা বলেন। তিনি এসময় জাতির পিতার হত্যাকান্ডের পরবর্তী প্রতিকূল অবস্থার কথা স্মরণ করিয়ে দেন।
এর আগে, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের ২১তম জাতীয় সম্মেলন উদ্বোধন করেছেন। শুক্রবার দুপুর ৩টা ১০ মিনিটে তিনি সাদা পায়রা ও লাল-সবুজ বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন তিনি। এসময় তার পাশে ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সময়ের সাথে সাক্ষী হয়ে সংগ্রাম, ঐতিহ্য ও উন্নয়নের গৌরবময় অগ্রযাত্রাকে অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয়ে উপমহাদেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক এ দলটির দুই দিনব্যাপী ২১তম জাতীয় সম্মেলন আজ শুরু হচ্ছে। উদ্বোধনের পর ২৫ মিনিটের সংগীত পরিবেশন করা হবে। এতে তুলে ধরা হবে আওয়ামী লীগের ইতিহাস-ঐতিহ্য এবং সরকারের উন্নয়ন ও সাফল্য।
নতুনসময়/আইকে