ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


হঠাৎ বিএনপির স্থায়ী কমিটির সংবাদ সম্মেলন স্থগিত


২১ ডিসেম্বর ২০১৯ ০১:০২

অনিবার্য কারণে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর পৌনে ১টায় বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

শায়রুল কবির বলেন, অনিবার্য কারণে শুক্রবার বিকেলের সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে শায়রুল কবির খান জানিয়েছিলেন, দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা শুক্রবার সংবাদ সম্মেলন করবেন। শেষ মুহূর্তে কেনো বাতিল করা হলো তা জানাতে পারেননি তিনি।

এদিকে শুক্রবার বিকেলে আওয়ামী লীগের সম্মেলনে বিএনপির কেউ যাবেন কি-না সে বিষয়টিও জানাতে পারেননি শায়রুল। তিনি বলেন, দলের কেউ যাবেন কি-না সেটা এখনো আমাকে জানানো হয়নি।

বৃহস্পতিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ চার নেতাকে আওয়ামী লীগের সম্মেলনের দাওয়াতপত্র দেওয়া হয়। সেদিন মহাসচিবসহ কয়েকজন নেতার সঙ্গে সাংবাদিকরা যোগাযোগ করলে তারা কেউ সম্মেলনে যাওয়ার বিষয়ে কিছু জানাননি। অন্যরা হলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ ও মির্জা আব্বাস। তিনজনই দলের স্থায়ী কমিটির সদস্য।

নতুনসময়/আইকে