ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


জাপা চেয়ারম্যান হচ্ছেন রওশন, নির্বাহী সভাপতি কাদের!


২০ ডিসেম্বর ২০১৯ ০৫:৩৭

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ মারা যাবার পর দলটির চেয়ারম্যান হয়েছিলেন জিএম কাদের। সামনের ২৮ ডিসেম্বর জাতীয় পার্টির কাউন্সিল। জানা গেছে, এই কাউন্সিলে আবার পট পরিবর্তন হতে যাচ্ছে। এবার চেয়ারম্যান হচ্ছেন এরশাদের স্ত্রী রওশন এরশাদ এবং জিএম কাদের হবেন নির্বাহী সভাপতি। এ প্রক্রিয়ায় জড়িত নাম প্রকাশে অনিচ্ছুক দলের প্রভাবশালী এক জ্যেষ্ঠ নেতা জানান, বেগম রওশন এরশাদই দলের চেয়ারম্যান হচ্ছেন। তার নির্দেশে দল পরিচালনা করবেন জিএম কাদের। তিনি হবেন দলের নির্বাহী সভাপতি। এ বিষয়ে দলের সিনিয়র নেতারা একমত হয়েছেন। তিনি বলেন, রওশন চেয়ারম্যান আর জিএম কাদের নির্বাহী সভাপতি হলে দলে আর কোনো গ্রুপিং থাকবে না। জাতীয় পার্টি শক্তিশালী হবে।

এ বিষয়টি নিয়ে দলের সিনিয়র নেতারা কাজ করছেন। দফায় দফায় বৈঠকও করেছেন তারা। এ নিয়ে দু-একদিনের মধ্যে রওশন এরশাদ ও জিএম কাদেরের মধ্যে সমঝোতা বৈঠক হতে পারে। দলের সিনিয়র নেতারা একসঙ্গে দুজনকে সম্মানজনক নেতৃত্বে রেখে ঐক্যবদ্ধ ও শক্তিশালী জাতীয় পার্টির জন্য কাজ করে যাচ্ছেন। এ বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও জাপা চেয়ারম‌্যান জিএম কাদেরকে পাওয়া যায়নি। ফোন রিসিভ না করায় তার বক্তব‌্য দেয়া যায়নি। পরে এসএমএস করা হলেও তিনি সাড়া দেননি।