জাতীয় ঐক্য সমাবেশ চলছে

ড. কামাল হোসেনের সভাপতিত্বে ঢাকা মহানগর নাট্যমঞ্চে ‘যুক্তফ্রন্ট’ ও ‘জাতীয় ঐক্য প্রক্রিয়ার’ সমাবেশ শুরু হয়েছে।
শনিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ৩টায় যুক্তফ্রন্টের আহ্বায়ক বদরুদ্দোজা চৌধুরী এতে প্রধান অতিথি থাকার কথা রয়েছে।
সুশীল সমাজের প্রতিনিধি ও পেশাজীবীরাও সমাবেশে যোগ দেওয়ার পাশাপাশি বিএনপিসহ কয়েকটি দল সমাবেশে আমন্ত্রণ পেয়েছেন।
সমাবেশ শুরুর আগে মহানগর নাট্য মঞ্চের মিলনায়তনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে তাৎক্ষণিকভাবে মিলনায়তনের কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এসময় সমাবেশের মঞ্চে থেকে বলা হয় যে, দেশে যে বিদ্যুৎ উন্নয়ন হয়নি। পরে দুপুর ২ টা ৫০ মিনিট থেকে সাংস্কৃতি অনুষ্ঠান শুরু হয়।
এসএমএন