ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


খালেদার মুক্তির দাবীতে নেত্রকোনায় বিএনপির বিক্ষোভ সমাবেশ


১৬ ডিসেম্বর ২০১৯ ০৮:০৭

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিনের আবেদন খারিজের প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবীতে রবিবার নেত্রকোনায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নেত্রকোনা জেলা বিএনপির উদ্যোগে রোববার (১৫ ডিসেম্বর) সকাল ১০টায় ছোটবাজারস্থ দলীয় কার্যালয়ে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আনোয়ারুল হকের সভাপতিত্বে যুগ্ম আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদুর পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মজিবুর রহমান খান, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, পৌর বিএনপির আহবায়ক আব্দুল ওয়াহাব ভূঁইয়া, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ আহমেদ বাবু, সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরী । সমাবেশে বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির জোর দাবী জানান।