ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


খালেদার দুর্নীতির মামলায় সরকারের করার কিছু নেই


১৩ ডিসেম্বর ২০১৯ ০১:৩৯

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার আমলে বিচার বিভাগ পূর্ণ স্বাধীনতা ভোগ করছে। খালেদা জিয়ার দুর্নীতির মামলার বিষয়ে সরকারের করার কিছু নেই।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টায় কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের আরও বলেন, দুর্নীতিবিরোধী অভিযান সারাদেশে চলমান রয়েছে। দেখেশুনে সব দুর্নীতিবাজকে গ্রেফতার করা হবে।

দুপুর ১২টায় এ কাউন্সিলের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি। কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডলের সভাপিতত্বে ও সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলীন সঞ্চালনায় কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি.এম মোজাম্মেল হক প্রমুখ।


এর আগে সর্বশেষ ২০১৩ সালের ৬ ফেব্রুয়ারি কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়।