ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশালে সমাবেশ


১০ ডিসেম্বর ২০১৯ ০১:৩২

ছবি সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল। সকালে নগরের সদর রোডের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করে বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দল।

বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান পিন্টুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, স্বেচ্ছাসেবক দল বরিশাল মহানগরের সহ-সভাপতি মতিউর রহমান মিঠু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক রাসেদুজ্জামান রাসেদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সরকার দেশের গণতন্ত্রের নেত্রী খালেদা জিয়াকে একটি কাল্পনিক মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দী করে রেখেছে। খালেদা জিয়াকে বন্দী নয়, বন্দী করে রাখা হয়েছে দেশের গণতন্ত্রকে। আমরা অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই।

এদিকে একই দাবিতে এক পথসভায় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের জেলার সহ-সভাপতি অ্যাডভোকেট জাহিদুল ইসলাম পান্না, সাংগঠনিক সম্পাদক জাবের আব্দুল্লাহ সাদি, সহ-সাধারণ সম্পাদক এনায়েত খান রিপন প্রমুখ।