ঢাকা শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ ইস্যু নিয়ে যা বললেন কাদের


৫ ডিসেম্বর ২০১৯ ০৩:০৭

‘কেউ কেউ আমার পদত্যাগ দাবি করছেন। পদত্যাগ করা এক সেকেন্ডের বিষয়, তাতে যদি পেঁয়াজের দাম কমে। এই মন্ত্রিত্ব কাজ করার জন্য’- বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির এমন বক্তব্যের প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এটা একটা কথার কথা। এটা তো আসলে পদত্যাগ করার বিষয় নয়। আর যেহেতু উনি বাণিজ্যমন্ত্রীর দায়িত্বে আছেন এজন্য মন্ত্রী হিসেবে হয়তো তিনি পদত্যাগ করার কথা বলেছেন।’ বুধবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয়ে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘যেহেতু পেঁয়াজের দাম বাড়তি এজন্য কেউ কেউ মন্ত্রীর পদত্যাগ দাবি করেন, সেজন্যই হয়তো তিনি বলেছেন পদত্যাগ করলেই যদি সমাধান হয়ে যেত তাহলে আমি এক সেকেন্ডে পদত্যাগ করে ফেলতাম।’ এ সময় তিনি হাসতে হাসতে বলেন, ‘সেটা তিনি অযৌক্তিক কিছু বলেননি, একথা তিনি বলতেই পারেন।’ রেলপথ, বাণিজ্য ও পররাষ্ট্রমন্ত্রীর কাজের পারফরম্যান্স ভালো নয়, এমন গুঞ্জন উঠেছে। এখানে নতুন মন্ত্রী দেয়া হবে কি-না এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘মন্ত্রীর কর্মকান্ড বা একজন মন্ত্রীর পারফরম্যান্স মন্ত্রিসভার মূল্যায়ন করার দায়িত্ব নয়। একজন মন্ত্রীকে রাখা বা না রাখা দায়িত্ব মন্ত্রিসভার নয়। এটা নিরঙ্কুশভাবে প্রধানমন্ত্রী এখতিয়ার। একজন মন্ত্রীর পারফরম্যান্স যদি খারাপ হয়, তাকে তিনি রাখবেন কি রাখবেন না এটা একান্ত তার এখতিয়ার। দ্যাট ইজ ডিসাইড টু হার।’ এ ব্যাপারে মন্তব্য করা সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, ‘আমি একজন মন্ত্রী। ফলে আমি কিভাবে আরেকজন মন্ত্রীকে সরিয়ে ফেলার ব্যাপারে মন্তব্য করব?’

নতুনসময়/আইকে