ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


সম্মেলনে ওয়াকিটকিসহ রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি আটক


১ ডিসেম্বর ২০১৯ ০৭:৪১

রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি ও মহানগর উত্তর ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মারুফ হোসেন মিঠু আজ (শনিবার) এসএসএফ কর্তৃক ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্মেলন মাঠ থেকে গ্রেফতার করে শাহাবাগ থানায় হস্তান্তর করে। এই সময় মিঠু কাছ থেকে অবৈধ উদ্দেশ্যে আনা ওয়াকিটকি জব্দ করা হয়।

এই বিষয়ে জানতে চাইলে শাহাবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আটাকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তিনি বর্তমানে থানার বাইরে অবস্থান করছেন। থানায় গিয়ে বিস্তারিত জানাবেন।

অন্যদিকে আটক হওয়ার পরও থানায় বসেই মোবাইল ফোন ব্যবহার করছেন মারুফ হোসেন মিঠু। তার ব্যবহৃত মোবাইলে কল করে বিষয়টি জানতে চাওয়া হলে, তিনি পুরো বিষয়টি অস্বীকার করেন। তিনি গুজব বলে বিষয়টি উড়িয়ে দেন। থানার ওসির বক্তব্য রয়েছে জানালে, তিনি বলেন আপনার সাথে পরে কথা বলছি।