ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


বিএনপির আদর্শ নেই বলেই অস্তিত্বহীন : মুক্তিযুদ্ধমন্ত্রী


২৭ নভেম্বর ২০১৯ ০৯:০৭

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বিএনপির কোনো আদর্শ নেই বলেই আজ অস্তিত্বহীন। ক্ষমতায় থাকাবস্থায় লুটপাট করেছে বিএনপি-জামায়াত।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া এলাকার শহীদ ময়েজউদ্দিন ফেরিঘাট রেলওয়ে ঈদগাহ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা কথা বলেন তিনি।

আ ক ম মোজাম্মেল হক বলেন, কালীগঞ্জে একসময় সন্ত্রাসীদের রাজ্যত্ব ছিল। এখন এলাকায় শান্তি বিরাজ করছে। রাস্তাঘাট ও শিল্প প্রতিষ্ঠান হওয়ায় উন্নয়ন দিকে এগিয়ে যাচ্ছে কালীগঞ্জ।

কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মেহের আফরোজ চুমকি এমপির সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ এমপি।

কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূইয়ার পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান, বাংলাদেশ তাঁতী লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ প্রমুখ।

সম্মেলনের প্রথম পর্ব শেষে দ্বিতীয় পর্বে সভাপতি হিসেবে গাজীপুর-৫ আসনের এমপি মেহের আফরোজ চুমকি ও সাধারণ সম্পাদক হিসেবে এইচ এম আবুবকর চৌধুরীরের নাম ঘোষণা করা হয়।

নতুনসময়/আইকে