স্বেচ্ছাসেবকলীগ দক্ষিণে-উত্তরের নেতৃত্ব পেলেন যারা

স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগরে দক্ষিণে সভাপতি কামরুল হাসনান রিপন ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন তারিক সাঈদ।
স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরে সভপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইসহাক মিয়া ও সাধারন সম্পাদক হয়েছেন আনিসুর রহমান নাইম।
শনিবার স্বেচ্ছাসেবক লীগের তৃতীয় সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই নাম ঘোষণা করেন।
এর আগে স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগরে উত্তরে সভাপতি নির্বাচিত ইসহাক মিয়া ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি। আর আনিসুর রহমান নাইম। স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসনান রিপন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি। আর নতুন নির্বাচিত সাধারন সম্পাদক তারিক সাঈদ ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছা সেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
নতুনসময়/আইকে