জামিনের বিরোধিতা না করতে সরকারকে অনুরোধ

সরকার আদালতে আপত্তি জানানোতেই বেগম জিয়ার জামিন হচ্ছে না বলে অভিযোগ করেছেন বেগম জিয়ার আইনজীবী। আদালতে বেগম জিয়ার জামিন আবেদনের বিরোধিতা না করতে সরকারকে অনুরোধও জানান তিনি।
দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া জামিন পেলে চিকিৎসার জন্য বিদেশ যাবেন-দলটির নেতারা সরকারি দলের সাধারণ সম্পাদককে বিষয়টি জানানোর পর থেকেই আলোচনায় বেগম জিয়ার মুক্তির বিষয়টি।
বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্টে এক ব্রিফিংয়ে আদালতে জামিনের বিরোধিতা না করতে সরকারকে অনুরোধ জানান বেগম জিয়ার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
তিনি বলেন, আমরা বারবার জামিন আবেদন করার পরও সরকার আপত্তি জানানোয় বেগম জিয়া জামিন পাচ্ছেন না।
এদিকে, দুদকের আইনজীবী বলছেন, আইনি লড়াইয়ে কোনো ছাড় নয়।
উল্লেখ্য, আগামী ১৩ অক্টোবর সুপ্রিম কোর্ট খুললে জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার জামিন শুনানি হবে বলেও জানিয়েছে আইনজীবীরা।