হিন্দুদের নিরাপত্বা দিবে বর্তমান সরকার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,শেখ হাসিনার নেতৃত্বে যত দিন পর্যন্ত বর্তমান সরকার ক্ষমতায় থাকবে, তত দিন হিন্দুদের তাদের নিরাপত্তা নিয়ে ভয়ের কোনো কারণ নেই।
তিনি আরো বলেন, বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক বর্তমানে সর্বকালের সেরা সময় পার করছে। ‘আমরা ভারতের সঙ্গে সেরা সম্পর্ক উপভোগ করছি,’জন্মাষ্টমী উপলক্ষে আজ শুক্রবার রাজধানী পলাশীর মোড়ে একটি র্যালিতে তিনি বলেছেন, ‘সাম্প্রদায়িক অপশক্তি আপনার (হিন্দু সম্প্রদায়) শত্রু... তারা রাষ্ট্রেরও শত্রু।। এদেশের হিন্দু সম্প্রদায়ের শত্রুরা জাতিরও শত্রু।
সংবাদ সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে জানায়, আগামী অক্টোবরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।