ঢাকা শনিবার, ১৮ই মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা


৩১ জুলাই ২০১৯ ২০:২৪

নতুন সময়

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে পটুয়াখালীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসক দরবার হলে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতি মূলক সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া।

সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হেমায়েত উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান, জেলা জাসদের সাধারন সম্পাদক শ.ম দেলোয়ার হোসেন দিলিপ, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মোতালেব মোল্লা,মুক্তিযোদ্ধা মফিজুর রহমান খান প্রমুখ।

সভায় বক্তরা বলেন, বর্তমান সরকারের নিজস্ব উদ্যোগে উন্নয়নের মেগা প্রজেক্ট “পদ্মা সেতু” নির্মানকে ঘিরে শুরু থেকেই ষড়যন্ত্রকারীরা পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র করেছিল। এখন পদ্মা সেতুতে নির্মানের শেষ প্রান্তে এসে ষড়যন্ত্রকারীরা পদ্মা সেতুতে মানুষের মাথা ও রক্ত লাগবে মিথ্যা গুজব ছড়িয়ে মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করছে। এ গুজব প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণকেও সচেতন হতে হবে বলে বক্তারা বলেন।

এদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পটুয়াখালী জেলা প্রশাসন আগস্ট মাসব্যাপী পটুয়াখালী জেলায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের জেলার চার লক্ষাধিক ছাত্র-ছাত্রীকে দুটি করে গাছের চারা বিতরণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানে মোট ১০ লক্ষ গাছের চারা বিতরণ ও রোপন করার কর্মসূচি হাতে নিয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার দুপুর ১২টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে পটুয়াখালী জেলার সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেল করেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হেমায়েত উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান, জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসাইন, প্রেসক্লাবের আহবায়ক স্বপন ব্যানার্জী ও সদস্য সচিব এ্যাড. কাজল বরন দাস সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ উপলক্ষে ১লা আগষ্ট জেলা প্রশাসন স্কোয়ার মাঠে ১০লক্ষ চারা রোপন কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠিত হবে।