ঢাকা রবিবার, ১১ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২


চাঁপাইনবাবগঞ্জ আ’লীগের কার্যনির্বাহী কমিটির সভা


২৯ জুলাই ২০১৯ ২০:০৫

ছবি সংগৃহিত

চাঁপাইনবাবগঞ্জে আগামী ১৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী পালন, জনসাধারণের মাঝে ডেঙ্গুবিষয়ক সচেতনতা সৃষ্টি ও ছেলেধরা গুজব প্রতিরোধ করার লক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার শহীদ মনিমুল হক সড়কে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মু. জিয়াউর রহমান।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণের পাশাপাশি সভায় জনসাধারণের মাঝে ডেঙ্গুবিষয়ক সচেতনতা সৃষ্টি ও ছেলেধরা গুজব প্রতিরোধে ব্যাপক প্রচারণার প্রস্তাব গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ, সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বিশ্বাস, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, সহ-সভাপতি মো. আব্দুল খালেক,জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক জামাল আব্দুল নাসের পলেন, নাচোল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কাদের, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. শরিফুল আলম ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আতিকুল ইসলাম,জেলা যুবলীগের সভাপতি সামিউল হক লিটন সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু, জেলা তাঁতি লীগের সদস্য সচিব আব্দুল রাকিব সহ অন্য নেতৃবৃন্দ।